প্রথম পাতা

নতুন কবিতা লিখতে এখানে ক্লিক করে যুক্ত হন

সাম্প্রতিক প্রকাশিত কবিতা

  1. শিকড় – দেবব্রত সিংহ  কেঁদুলির মেলা পেরাই তখেন আমাদে রাঙামাটির দেশে ফাগুনা হাওয়া বইছে, কচি পলাশের পারা রোদ উঠেছে ঝলমলা, সেই রোদ ধুলা পথে কানা বাউলের আখড়ায় যাতে যাতে থমকে দাঁড়ালেক মাস্টর, কিষ্টনগরের সুধীর মাস্টর,
  2. আরশিতে সর্বদা এক উজ্জল রমনী -পুর্নেন্দু পত্রী  আরশিতে সর্বদা এক উজ্জল রমণী বসে থাকে। তার কোনো পরিচয়, পাসপোর্ট, বাড়ির ঠিকানা মানুষ পায়নি হাত পেতে। অনুসন্ধানের লোভে মুলত সর্বতোভাবে তাকে পাবে বলে অনেক মোটর গাড়ি ছুটে গেছে পাহাড়ের ঢালু পথ চিরে অনেক মোটর গাড়ি চুরমার ভেঙে গেছে নীল সিন্ধুতীরে
  3. কবিতা এমন – আল মাহমুদ  কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া– আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!
  4. সুখে থাকো – শক্তি চট্টোপাধ্যায়  চক্রাকারে বসেছি পাঁচজনে মাঠে, পিছনে পড়ছে আলো অন্ধকার সন্ধ্যা নামে বিড়ালের মতো ধীর পায়ে তুমি এসে বসেছো আসনে অকস্মাৎ।
  5. এই যে তুমি মস্ত মুমিন মুসলমানের ছেলে – আখতারুজ্জামান আজাদ এই যে তুমি মস্ত মুমিন, মুসলমানের ছেলে; বক্ষ ভাসাও, ফিলিস্তিনে খুনের খবর পেলে। রোহিঙ্গাদের দুঃখে তুমি এমন কাঁদা কাঁদো; ভাসাও পুরো আকাশ-পাতাল, ভাসাও তুমি চাঁদও! অশ্রু তোমার তৈরি থাকে— স্বচ্ছ এবং তাজা; হ্যাশের পরে লিখছ তুমি— বাঁচাও, বাঁচাও গাজা।
  6. সবিনয় নিবেদন – শঙ্খ ঘোষ  আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে।
  7. নিছক প্রেমের গল্প – সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়  দু’আনা তার দুঃখ ছিল। চোদ্দো আনা সুখ জানালাপারের গন্ধমাখা। চম্পাবরণ মুখ সেও যদি যায় ঝাপসা হয়ে সমীকরণ স্পষ্ট দু’আনা তার সুখ বাঁচে ‘আর চোদ্দো আনা কষ্ট
  8. তেজ -দেবব্রত সিংহ  ‘মু জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে।’ কাগজওয়ালারা বইললেক, “উঁ অতটুকু বইললে হবেক কেনে? তুমি এবারকার মাধ্যমিকে পত্থম হইছ। তোমাকে বইলতে হবেক আরো কিছু।” পঞ্চায়েতের অনি বৌদি, পধান, উপপধান, এইমেলে, এম.পি- সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁইড়েঘরে।
  9. মালতীবালা বালিকা বিদ্যালয় – জয় গোস্বামী  বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
  10. সাম্যবাদী – কাজী নজরুল ইসলাম  গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান। গাহি সাম্যের গান! কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো? কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো! বন্ধু, যা-খুশি হও,
  11. এক জন্ম – তারাপদ রায়  অনেকদিন দেখা হবে না তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো, ‘অনেকদিন দেখা হয় নি’। এইভাবে যাবে দিনের পর দিন বত্সরের পর বত্সর।
  12. যে আমাকে প্রেম শেখালো – মাকিদ হায়দার  যে আমাকে প্রেম শেখালো জোৎস্না রাতে ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানীর মত ব্যক্তিগত রাজ্যপাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে
  13. সোনালী কাবিন – আল মাহমুদ  ১ সোনার দিনার নেই, দেনমোহর চেয়ো না হরিনী যদি নাও, দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনকালে সঞ্চয় করিনি আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি; ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্ব্ন,
  14. কবর – জসীমউদ্দীন  এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা! সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি
  15. বৃষ্টি সোনা তোকে – রুদ্র গোস্বামী।  বৃষ্টি বৃষ্টি জলে জলে জোনাকি আমি সুখ যার মনে তার নাম জানো কী ? মেঘ মেঘ চুল তার অভ্রের গয়না নদী পাতা জল চোখ ফুলসাজ আয়না।

সাম্প্রতিক প্রকাশিত নতুন কবিদের কবিতা পড়তে এখানে ক্লিক করুন

বিভিন্ন বিষয় ভিত্তিক কবিতা

ভারতবর্ষের কবিতা বাংলাদেশের কবিতা
প্রেমের কবিতা বিরহের কবিতা
আবৃত্তির কবিতা মুক্তিযুদ্ধের কবিতা
একুশের কবিতা স্বাধীনতার কবিতা
বামপন্থী কবিতা অস্থির সময়ের কবিতা
সমাজের কবিতা রাজনৈতিক কবিতা
দেশের কবিতা প্রতিবাদের কবিতা
জীবনের কবিতা নারীবাদী কবিতা
এই সময়ের কবিতা নারী জীবনের কবিতা
কলকাতার কবিতা গ্রামের কবিতা
শহুরে জীবনের কবিতা ছড়া
শীতের কবিতা বৃষ্টির কবিতা

 

বাংলা ছড়া

  1. ঊনসত্তরের ছড়া-১ – আল মাহমুদ
  2. এই যে তুমি মস্ত মুমিন মুসলমানের ছেলে – আখতারুজ্জামান আজাদ
  3. আবোল তাবোল – সুকুমার রায়
  4. আনন্দ – সুকুমার রায়
  5. আদুরে পুতুল – সুকুমার রায়
  6. আড়ি – সুকুমার রায়
  7. আজব খেলা – সুকুমার রায়
  8. অসম্ভব নয় ! – সুকুমার রায়
  9. অতীতের ছবি – সুকুমার রায়
  10. খাঁটিকথা – অমিয় আদক
  11. ক্যারাটে – অমিয় আদক
  12. এলোমেলো ছড়া – অমিয় আদক
  13. আষাঢ়ে ছড়া – অমিয় আদক
  14. আমার সোনা – অমিয় আদক
  15. আজকের অপুরা – অমিয় আদক
  16. অনলাইনে পূজো – অমিয় আদক
  17. আড়ি – সুকুমার রায়
  18. ষোল আনাই মিছে – সুকুমার রায়
  19. ন্যাড়া বেলতলায় যায় ক’বার – সুকুমার রায়
  20. পেটুক – শঙ্কর দেবনাথ

প্রকাশিত বাংলা নাটক

  1. শ্যামা – রবীন্দ্রনাথ ঠাকুর
  2. অবাক জলপান – সুকুমার রায়
  3. শ্রাবণগাথা – রবীন্দ্রনাথ ঠাকুর
  4. মুক্তধারা – রবীন্দ্রনাথ ঠাকুর
  5. রক্তকরবী – রবীন্দ্রনাথ ঠাকুর

নতুন কবিতা লিখতে এখানে ক্লিক করে যুক্ত হন

বাংলা কবিতা, কবিতার খাতা, বাংলার সেরা কবিতা, আবৃত্তির কবিতা, প্রেমের কবিতা, দেশের কবিতা…